১ কোটি টিকা প্রদানের মধ্যেদিয়ে করোনার ১ ম ডোজ টিকা প্রদান আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে আজ
Details
আজ সারা বাংলাদেশে ১ কোটি কোভিড-১৯ টিকা প্রদানের অংশ হিসেবে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সকল কমিউনিটি ক্লিনিক এ করোনা টিকার ১ ম ডোজ দেয়া হবে। করোনা টিকার ১ ম ডোজ গ্রহণের আজকেই শেষ দিন। এর পারে আর কেউ করোনা টিকার ১ম ডোজ নিতে পারবেন না। তাই গুরুত্ব দিয়ে টিকা নিন, সুস্থ থাকুন।