মূলগ্রাম ইউনিয়নের ইতিহাস
পাবনা জেলাধীন চাটমোহর উপজেলাধীন অন্যতম একটি বৃহতম ইউনিয়ন মূলগ্রাম। মূলগ্রাম ইউনিয়নটি চাটমোহর উপজেলা সদরহতে ০৬ কিলোমিটার দক্ষিণ -পশ্চিম দিকে চিকনাই নদীর পাড়ে অবস্থিত। এর উত্তরে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন,দক্ষিণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন,পশ্চিমে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন,এবং পূর্বে চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়ন অবস্থিত।ইউনিয়নটি একটি গ্রামীণ জনগোষ্ঠী সমৃদ্ধ হলে ও ইউনিয়নের যাতায়াতর প্রধান সড়ক পাকা হওয়ায় এখন সহজেই সড়ক পথে যাতায়াত করা যায় । তবে ইউনিয়নের অভ্যন্তরীণ রাস্তাগুলো উন্নত না হওয়ায় ইউনিয়নের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা ভাল নয় । চাটমোহর উপজেলার মধ্যে এই ইউনিয়রনর আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচয়ে ভাল। স্বাধীনতার স্বপক্ষের এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বর্তমান ক্ষমতাসীন।দেশপ্রেমিক এ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটালবাংলাদেশ পেরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।ডিজিটাল বাংলাদেশ বস্তত জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম সোপান।একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের পরবতী প্রজন্মের জন্য যে সমবৃদ্ধি ও উন্নত জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমাদের সেই স্বপ্নকে পূরন করবে ।
ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকারপ্রতিষ্ঠাসহ নূন্যতম মৌলিক চাহিদা পূরণ করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য ।এই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ কল্পে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রতিটি জনপদের তথ্য সমবৃদ্ধি পৃথক পৃথক ওয়েব সাইট নিমার্ণের উদ্যোগ গ্রহণ করেছে।এই মহান কর্মযজ্ঞের অংশ হিসেবেই সরকারী নির্দেশনা অনুসারে তৈরী করা হচ্ছে আমাদের এই মূলগ্রাম ইউনিয়ন পরিষদ ওয়েবপোর্টাল’। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের এই ওয়েব পোর্টালে সকলকে সুস্বাগতম।
তথ্য প্রযুক্তির এ যুগে ওয়েব সাইট একটি অপরিহার্য বিষয় ।ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ইতিহাত,ঐতিহ্যকে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তুলে ধরে কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যবহারের মাধ্যমে মানুষ তথ্য প্রযুক্তির বিশাল ভান্ডারে প্রবেশ করে সাগর থেকে মুক্তা আহরণের মতো তথ্য আহরণ করে তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজন পূরণের জন্য পারে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে।দল-মত ধর্ম-বরর্ষে নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষ দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজন তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পূরণ করতে সক্ষম।প্রাত্যহিক জীবনের জীবনের কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষ সময় ও অর্থ দুই এরই সাশ্রয় করতে পারে।আমাদের ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অন্যতম একটি বৃহতম ইউনিয়ন সম্পর্কে পৃথিবীবাসী পৃথিবীর যে কোন প্রান্ত থেকে জানতে পারবে।ঠিক তেমনি ইউনিয়নবাসীও তাদের যে কোন প্রয়োজন পূরণের জন্য এই ওয়েব সাইটটিকে ব্যবহার করতে পারবে ।কৃষি, শিক্ষা, সংস্কৃতি, সবকিছুই এই ওয়েব পোর্টার্লে অন্তৃভুক্ত।কৃষি পরামর্শ, মস্য চাষে করণীয়,গবাদী পশুর চিকিসা,জরুরী স্বাস্থ্য সেবা ইত্যাদি প্রতিটি বিষয়ের যথাযথ সেবা ঘরে বসেই
ইউনিয়নবাসী পেতে পারবে ।যথাসময়ের দ্রুত সেবা গ্রহণের মাধ্যমে সময় এবং অর্থের সাশ্রয় করে ইউনিয়নবাসী তাদের আর্থ-সামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি। এই ওয়েব সাইট তৈরীর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের গতিশীল জীবনের নতুন মাত্রা সংযুক্ত করে তাকে আরো বেগবান করা ।এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে ইউনিয়নবাসীই কেবল উপকৃত হবে না ;এর দ্বারা উপকৃত হবে দেশে বা বিদেশে অবস্থান করা আগ্রহী প্রতিটি মানুষ।ওয়েব সাইটটিতে অপরিহার্য অনেক মানচিত্র সংযোজন করা হয়েছে যা একজন পর্যটনকে পথ দেখাবে এবং এই জনপদের তথ্য জানতে সাহায্য করবে । ইউনিয়নের উল্লেখযোগ্য প্রতিটি স্থান ও স্থাপনার ছবি এবং বর্ণনা সন্নিবেশিত থাকায় এটি এই এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও যথেষ্ট সহায়ক হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে আমরা এই ওয়েব পোর্টালকে যথাযথভাবে সমৃদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করেছি। এ ক্ষেত্রে যাঁরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার এ মহান উদ্যোগের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে গর্বিত।