পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ মূলগ্রাম ইউনিয়নবাসী কথা বলে। তন্মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘কোথায়’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘কনে’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই কোথায় গেলু ?’ এটাকে মূলগ্রাম ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই কনে গেলু ?’ ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই গেলু না কে?’ এটাকে ছাইকোলা ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই গেলু লয় কে?’ মূলগ্রাম ইউনিয়নে মোট ২২টি সাংস্কৃতিক সংগঠণ/ক্লাব রয়েছে। এগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। সংগঠণ/ক্লাবগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ ০১। চিকনাই নাট্য গোষ্ঠী, মূলগ্রাম, চাটমোহর, পাবনা। ০২। রেলবাজর নাট্য গোষ্ঠী, মূলগ্রাম, চাটমোহর, পাবনা। ০৩। শাহাপুর শিল্প গোষ্ঠী, মূলগ্রাম, চাটমোহর,
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS